You have reached your daily news limit

Please log in to continue


ক্যাট কিউবিট চিপ নিয়ে আমাজন

কয়েক মাসের মধ্যে তৃতীয় টেক জায়ান্ট হিসেবে আমাজন কোয়ান্টাম কম্পিউটিংয়ে এক যুগান্তকারী সাফল্য ঘোষণা করেছে। কোয়ান্টাম কম্পিউটিং এমন এক প্রযুক্তি, যা দ্রুততম সময়ে বিশাল ডেটা প্রক্রিয়ার সুবিধা দিলেও প্রযুক্তিগতভাবে এটি তৈরির বিষয়টি অনেক কঠিন। ‘ক্যাট কিউবিট’ প্রযুক্তির মাধ্যমে তৈরি ‘ওসেলট’ নামের এক প্রোটোটাইপ চিপ উন্মোচন করেছে আমাজন। এটি এমন এক পদ্ধতি, যার নাম রাখা হয়েছে পদার্থবিজ্ঞানের বিখ্যাত ‘শ্রোডিংগারের ক্যাট’ ধারণা থেকে।

আমাজনের মুখপাত্র জানিয়েছে, এ শিল্পে অন্যান্য সাম্প্রতিক সাফল্যের পাশাপাশি এ চিপ তৈরির মানে হচ্ছে দরকারি বিভিন্ন কোয়ান্টাম কম্পিউটারকে আগের ধারণার চেয়েও দ্রুত মানুষের কাছে পৌঁছানো। তবে এসব মেশিন কত দ্রুত তৈরি ও বাণিজ্যিক প্রয়োগের জন্য ব্যবহারিকভাবে কার্যকর করা সম্ভব হবে তা নিয়ে এরই মধ্যে বিতর্ক রয়েছে বিশেষজ্ঞদের মধ্যে। এ চিপটি বানানো হয়েছে ক্যালটেক বা ‘ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি’তে। অ্যামাজন ‘ওয়েব সার্ভিসেস’ বা এডব্লিউএস-এর ‘সেন্টার ফর কোয়ান্টাম কম্পিউটার’-এর অস্কার পেইন্টার বলেছেন, এসব অগ্রগতির অর্থ হচ্ছে এক দশকের ‘সময়ও’ এখন ‘আরও বেশি বাস্তব মনে হচ্ছে’।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন