
গাজায় ধ্বংসস্তূপে মিললো আরও ৩০ মরদেহ
দেশ রূপান্তর
প্রকাশিত: ০৬ মার্চ ২০২৫, ১০:২৭
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলের বোমায় বিধ্বস্ত ধ্বংসস্তূপের নিচ থেকে আরও ৩০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে অবরুদ্ধ উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮ হাজার ৪৫০ জনে। গতকাল বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
দীর্ঘ ১৫ মাসের বেশি সময় পর গত জানুয়ারি মাসে ফিলিস্তিনের গাজায় কার্যকর হয়েছে যুদ্ধবিরতি চুক্তি। তবে এরপর থেকেই সেখানে ধ্বংসস্তূপের নিচে থেকে একের পর এক উদ্ধার হচ্ছে মরদেহ। আর এতে করে বেড়েই চলেছে প্রাণহানির সংখ্যা।