
আর্থসামাজিক ও রাজনৈতিক দায়
সময়টা পাঁচই আগস্ট, ২০২৪। রাজধানীসহ সারাদেশে আনন্দের সঞ্চারণ প্রাণ থেকে প্রাণে, ব্যক্তি থেকে সমষ্টিতে। কেউ বলল দ্বিতীয় স্বাধীনতা, কেউ বলল বিপ্লব, কেউ বলল জনঅভ্যুত্থান। যে যাই বলুক না কেন, সব ছাপিয়ে দীর্ঘ পনেরো বছরের দমবন্ধ করা দুঃশাসন আর বঞ্চনা থেকে মুক্ত হতে পারা গেছে এই যেন এক বিশাল প্রাপ্তি। কতক ছাত্র-তরুণের আহ্বানে গোটা দেশের আপামর সাধারণ মানুষের বহু বছরের ক্ষোভ, সংক্ষোভের তোড়ে দেশ ছাড়তে বাধ্য হয় আওয়ামী লীগ নেতৃত্বাধীন প্রধানমন্ত্রী, তার অতি কাছের মানুষ ও অনেক স্বজন। পারিষদবর্গের অনেককেই (এই সংখ্যা ছয়শর আশপাশে) আশ্রয় দেয় দেশের সশ্রস্ত্র বাহিনী।
- ট্যাগ:
- মতামত
- রাজনৈতিক সংকট