প্রীতম, তিশা, পারশার ‘ঘুমপরী’ কতটা জমল

প্রথম আলো প্রকাশিত: ০৬ মার্চ ২০২৫, ০৯:৫২

‘মানুষ অপেক্ষায় বাঁচে, আর অপেক্ষা বাঁচে আশায়’—‘ঘুমপরী’র বহুল চর্চিত সংলাপ। ভালোবাসা দিবস উপলক্ষে চরকিতে মুক্তি পেয়েছে জাহিদ প্রীতমের সিনেমাটি। মুক্তির আগে থেকেই টিজার, ট্রেলার আর প্রচারজুড়ে এই ‘অপেক্ষা’। বোঝাই যাচ্ছিল, সিনেমায় গুরুত্বপূর্ণ বিষয়জুড়ে আছে ‘অপেক্ষা’। দেখার পর এ অপেক্ষা কতটা সার্থক হলো?


প্রেম, বন্ধুত্ব, নস্টালজিয়ার মোড়কে আবেগের গল্প বলেন জাহিদ প্রীতম। ‘বুকপকেটের গল্প, ‘তিলোত্তমা’ থেকে ‘ফ্রেঞ্জি’—নির্মাতার এসব কাজ দেখা দর্শকমাত্রই সেটা জানেন। ‘ঘুমপরী’তেও এসবই আছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও