রিয়েলমি’র এই ফোনে বদলানো যাবে ক্যামেরার লেন্স

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৫ মার্চ ২০২৫, ২৩:১৫

স্পেনের শহর বার্সেলোনায় অনুষ্ঠিত ‘মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস’ বা এমডব্লিউসি ২০২৫-এ আনুষ্ঠানিকভাবে তাদের ইন্টারচেঞ্জএবল বা বদলে ফেলা যাবে এমন লেন্স ধারণার স্মার্টফোন দেখিয়েছে রিয়েলমি।


অ্যাপল ও স্যামসাংয়ের মতো ফোন নির্মাতা কোম্পানির বিপরীতে নিজেদের আল্ট্রা ফোনগুলোর নানা অপটিক্যাল টুল নিয়ে কাজ করছে চীনা বিভিন্ন স্মার্টফোন নির্মাতারা। সেই ধারাবাহিকতায় ফোনের ক্যামেরা মডিউলটির আকার তারা আরও বাড়িয়েছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট গিজমোচায়না।


চীনা কোম্পানি রিয়েলমির এ ‘ইন্টারচেঞ্জএবল লেন্স’ ধারণার ফোনটিতে একটি অতিরিক্ত কাস্টম ‘সনি ১ ইঞ্চি’ সেন্সর রয়েছে, যার উপরে অন্য কোনও সমন্বিত লেন্স নেই। দুটি ভিন্ন লেন্স দিয়ে এর প্রোটোটাইপ দেখিয়েছে কোম্পানিটি, যেখানে রয়েছে একটি ৭৩ মিমি পোরর্ট্রেইট লেন্স ও একটি ২৩৪ মিমি টেলিফটো লেন্স।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও