ভালোবাসার মানুষের বুকে পরীমণি, প্রকাশ্যে ছবি

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০৫ মার্চ ২০২৫, ২৩:০৩

আবারও প্রেমে পড়েছেন চিত্রনায়িকা পরীমণি? তার ফেসবুক স্ট্যাটাস তেমন বার্তাই দিচ্ছে! মঙ্গলবার (৫ মার্চ) রাতে ‘ভালোবাসার মানুষের’ বাহুডোরে দেখা মিলল অভিনেত্রীর। 


পরীমণি নিজেই সেই ছবি ফেসবুকে প্রকাশ করেছেন। যার ক্যাপশনে আজকের তারিখ উল্লেখ করে অভিনেত্রী লিখেছেন, প্রেম ফিরে ফিরে আসুক ভালোবাসা হয়ে।


নিজের জীবনটা প্রেমের, এমন বার্তা দিয়ে পরীমণি লিখেছেন, ‘জীবন ভালোবাসার, এ জীবন প্রেমের। এ জীবন প্রেমের মায়ায় জড়িয়ে থাকুক। শুধু অবসানের জন্য জীবন প্রেমের থেকে বিচ্ছিন্ন না হোক। প্রেম ফিরে আসুক ভালোবাসা হয়ে....আবার চলে যাক শরতের সাদা শুভ্র মেঘের মতন। শুধু ওই মেঘ গর্জন না হোক। জীবন চলুক জীবনের মতন...’।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও