You have reached your daily news limit

Please log in to continue


গ্রীষ্মের চাহিদা মেটাতে ১৪৯৬ কোটি টাকার এলএনজি কিনবে সরকার

সুইজারল্যান্ড ও সিঙ্গাপুর থেকে ‘স্পট মার্কেট’ দরে দুই লট এলএনজি (তরলীকৃত গ্যাস) আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার, যাতে খরচ পড়বে এক হাজার ৪৯৬ কোটি টাকা।

বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ।

এ সময় সাংবাদিকরা তার কাছে জানতে চান, সামনের গ্রীষ্ম মৌসুমে জ্বালানি নিয়ে কোনো সংকটের আশঙ্কা আছে কি না।

জবাবে তিনি বলেন, “জ্বালানি নিয়ে কোনো সংকট দেখছি না। আমরা এখন দুটো ‘লট’ আনছি, আমরা সাপ্লাই লাইন ঠিক আছে কি না, তা নিশ্চিত করব। বাজারে এলএনজি সরবরাহের বিষয়টি আমরা দেখব।”

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সুইজারল্যান্ডের মেসার্স টোটাল এনার্জি গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড থেকে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি কেনা হবে।

তাতে খরচ হবে ৭৫৪ কোটি ৪২ লাখ ৮ হাজার ৬৭২ টাকা। এক্ষেত্রে প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম ধরা হয়েছে ১৫ দশমিক ৭৩ মার্কিন ডলার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন