
অধিকাংশ আইটি কোম্পানির আর্থিক অবস্থার অবনতি
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০৫ মার্চ ২০২৫, ১৪:০৩
পুঁজিবাজারে তালিকাভুক্ত অধিকাংশ আইটি কোম্পানির আর্থিক অবস্থার অবনতি হয়েছে। তালিকাভুক্ত ১১টি আইটি কোম্পানির মধ্যে মুনাফায় প্রবৃদ্ধি হয়েছে মাত্র তিনটির। আটটি কোম্পানির মুনাফার হার কমেছে। এর মধ্যে লোকসানে পড়েছে তিনটি প্রতিষ্ঠান।
মুনাফায় নেতিবাচক প্রভাব পড়ার পাশাপাশি পাঁচটি কোম্পানির সম্পদেও নেতিবাচক প্রভাব পড়েছে। একটি কোম্পানিতে দেখা দিয়েছে নগদ অর্থের সংকট। আর যে তিনটি কোম্পানির মুনাফায় প্রবৃদ্ধি হয়েছে, তাদের সম্পদের পরিমাণও বেড়েছে।