শাকিবের ১ মিনিট ৪৪ সেকেন্ডের টিজার নিয়ে কে কী বলছেন

প্রথম আলো প্রকাশিত: ০৫ মার্চ ২০২৫, ১১:৩৯

‘বরবাদ’ ছবির টিজার মুক্তির পর থেকেই আবার আলোচনায় শাকিব খান। প্রশংসায় ভাসছে শাকিবের লুক। একই সঙ্গে ১ মিনিট ৪৪ সেকেন্ডের টিজারের সংলাপগুলোও আলোচনায় রয়েছে। টিজারের কিছু দৃশ্য দেখে কেউ কেউ আবার বলছেন ২০২৩ সালে মুক্তি পাওয়া রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিমেল’ সিনেমা থেকে কপি করা। কী বলছেন সিনেমার পরিচালক?


‘বরবাদ’–এর টিজার দেখে একাধিক ইউটিউব সমালোচকের মন্তব্য, সিনেমাটি মৌলিক গল্পের না–ও হতে পারে। হতে পারে কোনো অ্যাকশন সিনেমার গল্প থেকে অনুপ্রাণিত। রিভিউ বাই নামের একটি চ্যানেল থেকে বলা হয়েছে, টিজার দেখে মনে হয়েছে একাধিক দৃশ্য ‘অ্যানিমেল’ সিনেমা থেকে নেওয়া। কোন কোন দৃশ্যে মিল রয়েছে সেসবও দেখানো হয়েছে। এ সময় সমালোচনাকারী দর্শকদের উদ্দেশে বলেন, ‘প্রথমেই “বরবাদ”-এ একটি নারীর সংলাপ দিয়ে শুরু হয়। এই একই রকম সংলাপ ছিল “অ্যানিমেল”–এ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও