You have reached your daily news limit

Please log in to continue


ওমরাহর সময় নারীরা রঙিন বোরকা পরিধান করতে পারবেন?

হজ করার জন্য বছরের একটি সময় নির্ধারিত হলেও ওমরাহ বছরের যে কোনো সময় করা যায়। ইসলামে ওমরাহ অত্যন্ত ফজিলতপূর্ণ আমল। রাসুল (সা.) বলেছেন, এক ওমরাহর পর অন্য ওমরাহ উভয়ের মধ্যবর্তী সময়ের গোনাহের জন্য কাফফারাস্বরূপ। (সহিহ বুখারি: ১৭৭৩) বিশেষত রমজানে ওমরাহ করার বিশেষ ফজিলত বর্ণিত হয়েছে হাদিসে। আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, রমজানে ওমরা পালন করা হজের সমতুল্য ইবাদত। (সুনানে ইবনে মাজা: ২৯৯৩)

ওমরাহ করার নিয়ম হলো মিকাত থেকে ইহরাম বেঁধে ইহরাম অবস্থায় কাবার চারপাশে তাওয়াফ করা, সাফা-মারওয়ার মধ্যখানে সাতবার সাঈ করা, তারপর পুরুষরা নিয়ম অনুযায়ী মাথার চুল মুণ্ডন করা বা ছোট করা, নারীরা এক কর পরিমাণ চুল কাটা। এর মধ্যে ইহরাম পরিধান করা ও কাবা তাওয়াফ করা ফরজ। সাঈ করা ওয়াজিব। তারপর ইহরাম থেকে হালাল হতে হয় মাথার চুল কেটে বা মুণ্ডন করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন