অভিমান করেই থাকতে চান সালমা

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৫ মার্চ ২০২৫, ১১:০৮

সম্পর্কে মাঝেমধ্যে অভিমান থাকা ভালো। তাতে সম্পর্ক আরো মধুর হয়, মজবুত হয়- এমনটাই ধারনা জনপ্রিয় সংগীতশিল্পী সালমার। সেই ভাবনা থেকেই তিনি গেয়েছেন নতুন গান। গানের নাম ‘অভিমান কইরা থাকমু’। এরইমধ্যে গানটি ইউটিউবে প্রকাশিত হয়েছে।


‘অভিমান করিয়া থাকমু / তোমার লগে কথা কথা কমুনা / তুমি সবই বুঝো বন্ধু আমার মনতো বুঝোনা / আমায় পাগলও বানাইয়া কোনো খবর রাখো না’- এমন কথা দিয়ে এই গানটি লিখেছেন রোহান রাজ। এর সুর ও সংগীতায়োজনও করেছেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও