
পুরুষ করলে মাফ নারী করলে পাপ?
প্রকাশ্যে ধূমপান নিন্দনীয় বটে। লালমাটিয়ায় টং দোকানে ধূমপান করার দায়ে নারী হেনস্তার ঘটনা না ঘটলে, আমরা হয়তো জানতামই না যে প্রকাশ্যে ধূমপান, মূত্রত্যাগ একধরনের অপরাধ। তবে আজকের লেখার বিষয় এটি নয়, সম্পূর্ণ অন্য একটি প্রসঙ্গ। বলতে চাইছি সমাজে নারীর প্রতি এই মরাল পুলিশিং আর কতবার, কতভাবে চলবে এবং রাষ্ট্র কি এই মরাল পুলিশিংকে সাপোর্ট করতেই থাকবে?
দুদিন আগে মব জাস্টিসের নামে লালমাটিয়া এলাকায় টং দোকানে যে দুটি মেয়েকে হয়রানি করা হলো, এর কোনো বিচার হতে দেখছি না। উপরন্তু আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা প্রকাশ্যে ধূমপান অপরাধ, তাই ’কেহ প্রকাশ্যে ধূমপান করিবেন না’ বলে বক্তব্য দিয়েই যাচ্ছেন। যে লোকগুলো মেয়ে দুজনকে হেনস্তা করলো, তাদের নিয়ে ওনার বা সরকারের পক্ষ কোনো বক্তব্য নেই। সরকার যখন কোনো ঘটনা প্রসঙ্গে নিশ্চুপ থাকে, তখন বুঝতে হবে এই ঘটনায় সরকারের সায় আছে। তা না হলে তাৎক্ষণিকভাবে অপরাধীদের, বিশেষ করে হোতাকে ধরার উদ্যোগ নেয়া হতো।