
রেগে গিয়ে গম্ভীর বললেন ‘কীসের অতিরিক্ত সুবিধা?’
দেশ রূপান্তর
প্রকাশিত: ০৫ মার্চ ২০২৫, ১০:৫৭
হাইব্রিড মডেলের চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত বাড়তি সুবিধা পাচ্ছে বলে অভিযোগ করেছেন সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। কারণ, ভারত শুধু দুবাইয়ে তাদের সব ম্যাচ খেলছে। সেখানকার কন্ডিশনের ওপর ভিত্তি করেই তারা দল সাজিয়েছে বলে অভিযোগ। গতকাল অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ওঠার পর এই অভিযোগ শুনেই চটে গেলেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর।
সমালোচকদের একহাত নিয়ে গম্ভীর বলেছেন, ‘অতিরিক্ত সুবিধা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। কীসের অতিরিক্ত সুবিধা? আমরা এখানে একদিনও অনুশীলন করিনি। আমরা আইসিসি একাডেমিতে অনুশীলন করছি। ওখানকার কন্ডিশন আর এখানকার কন্ডিশন ১৮০ ডিগ্রি আলাদা। কিছু মানুষ সব সময় অভিযোগ করতেই ভালোবাসে। আসলে তাদের উচিত বড় হওয়া। তাই, আমি মনে করি না যে আমাদের কোনো অতিরিক্ত সুবিধা ছিল।’
- ট্যাগ:
- খেলা
- চ্যাম্পিয়নস ট্রফি