তিস্তার কিসসা

দেশ রূপান্তর বদরুল হাসান প্রকাশিত: ০৫ মার্চ ২০২৫, ১০:৫৬

বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক আলোচনায় দুটি অবশ্যম্ভাবী ও অমীমাংসিত আলোচ্য সূচি রয়েছে; একটি হলো তিস্তা নদীর পানির হিস্যা এবং দ্বিতীয়টা হচ্ছে সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা। তবে প্রথমোক্ত সমস্যাটার গভীরতা ও তীব্রতা এতটা মারাত্মক যে, দেশের একটা পুরো অঞ্চলের খাদ্য নিরাপত্তা, মানুষের জীবন-জীবিকা, পরিবেশ-প্রতিবেশ ও জীববৈচিত্র্য হুমকির সম্মুখীন হয়ে পড়েছে।


আমরা এক সময় পাকিস্তানের নাগরিক ছিলাম। তখন এ রকম একটা বহুবর্ষজীবী সমস্যা দেখেছি; সেটা হলো কাশ্মীরে গণভোট অনুষ্ঠান। আলোচনা করতে করতে আলোচকদের কাঁচা চুলে পাক ধরেছে, তারপর সেগুলো উবে গিয়ে টাক বের হয়ে গিয়েছে, কিন্তু আলোচনা চলমান রয়েছে। আমরা পাকিস্তানের গণ্ডি থেকে বেরিয়ে এসেছি, কিন্তু জাতিসংঘের রেজুলেশন ৪৭ অনুযায়ী এখনো সেখানে গণভোট অনুষ্ঠান হয়নি, আলোচনাও শেষ হচ্ছে না। তবে বিকল্প ব্যবস্থা হিসেবে নিয়ন্ত্রণরেখা (Line of Control) দুদেশের মধ্যে কার্যত সীমান্তরেখা হিসেবে কাজ করছে। ১৯৭২ সালে সিমলা চুক্তিতে উভয় দেশ এটিকে একটি কার্যত সীমান্ত হিসেবে গণ্য করতে সম্মত হয়েছে। এখন আমাদের এই বর্ষজীবী সমস্যার বিকল্প কী?


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও