সাপ কৃষকের বন্ধু

দেশ রূপান্তর মো. আরিফ উল্লাহ প্রকাশিত: ০৫ মার্চ ২০২৫, ১০:৫৪

সাপ আমাদের পরিবেশের অন্যতম এক উপাদান, যা পরিবেশের ভারসাম্য রক্ষায় অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু কারণে-অকারণে বা গুজবে আকৃষ্ট হয়ে আমরা সাপ হত্যা করে থাকি। সম্প্রতি দেশে রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া সাপ নিয়ে কিছু অসচেতন মানুষ গুজব ছড়িয়ে সাধারণ মানুষকে আতঙ্কিত করে তুলছে। এই আতঙ্কের কারণে সারা দেশে সাপ নিধনের এক নেতিবাচক অভিজ্ঞতার সাক্ষী হয়েছি আমরা সবাই।


সেই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও ভুল তথ্য ছড়ানোর ফলে সাধারণ মানুষ আরও বেশি আতঙ্কিত হয়ে সাপ নিয়ে নানা রকম অপধারণার শিকার হচ্ছেন। ভয়ানক বিষয় হলো, চন্দ্রবোড়া সাপের নামে পরিচিত কিন্তু উপকারী ও নির্বিষ অনেক সাপকেও দেখা মাত্র মেরে ফেলা হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে এই বিষয়টি উৎসবে পরিণত হয়েছিল; নিরীহ সাপকে ধরে সবার সামনে হত্যা করা হয়েছে, যা একটি সভ্য সমাজের জন্য খুবই লজ্জার। আমরা কেন ভুলে যাচ্ছি, যখন একটি প্রজাতি অস্বাভাবিকভাবে কমে যায় বা বিলুপ্ত হয়, তখন পরিবেশে যে বিরূপ প্রভাব পড়ে, তা আমাদের পক্ষে মোকাবিলা করা প্রায় অসম্ভব। আমরা শত চেষ্টা করেও কখনো প্রকৃতি থেকে একটি প্রজাতিকে বিলুপ্ত করার খেসারত দেওয়ার মতো কোনো যোগ্যতা বা সক্ষমতাও আমাদের নেই।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও