চ্যাম্পিয়নস ট্রফির প্রথম সেমিফাইনালে কাল শুবমান গিল ফেরার পর বিরাট কোহলি যখন ব্যাটিংয়ে নামলেন ৫ ওভারে ভারতের স্কোর তখন ৩০/১। সেই কোহলি ফিরলেন ৪৩তম ওভারে দলকে ২২৫ রানে রেখে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে ৮৪ রান করে। ওয়ানডে ক্যারিয়ারের ৫২তম সেঞ্চুরিটা হাতছাড়া করলেও বড় এক রেকর্ড গড়েই ফিরেছেন কোহলি।
রেকর্ডটা আইসিসির ওয়ানডে ইভেন্টে সবচেয়ে বেশি ৫০ ছাড়ানো ইনিংস খেলার। যাঁর ওয়ানডে সেঞ্চুরির রেকর্ড কেড়েছেন, সেই শচীন টেন্ডুলকারের আরেকটি রেকর্ড কাড়লেন কোহলি। গতকালের ইনিংসটি ছিল বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস ট্রফি মিলিয়ে কোহলির ২৪তম ৫০ বা এর বেশি রানের ইনিংস। টেন্ডুলকারে ৫০ ছাড়ানো ইনিংস ২৩টি।