
অস্ট্রেলিয়াকে হারিয়ে আবারও ফাইনালে ভারত
আইসিসি টুর্নামেন্টের ফাইনালে উঠতে কিংবা শিরোপা জিততে অস্ট্রেলিয়াকে টপকাতেই হবে। এটা যেন ক্রিকেটের অলিখিত নিয়ম। ভারত যেমন এই অস্ট্রেলিয়ার কাছে ২০২৩ সালেই বিশ্বকাপ ও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হেরেছে। দুবাইতে এবার ওই ধাঁ ধাঁ মিলিয়েছে রোহিত শর্মার দল। অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিযে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠেছে মেন ইন ব্লুজরা।
দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে যাওয়ার লড়াইয়ে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৩ বল থাকতে ২৬৪ রানে অলআউট হয় অজিরা। জবাবে বিরাট কোহলির সেঞ্চুরি ছোঁয়া ইনিংস এবং শ্রেয়াস আইয়ার ও কেএল রাহুল-হার্ডিক পান্ডিয়ার জুটিতে ১১ বল থাকতে জয় পেয়েছে ভারত।
অস্ট্রেলিয়া ব্যাটিংয়ে নেমে দলের ৪ রানে প্রথম ধাক্কা খায়। ব্যক্তিগত শূন্য রানে ফিরে যান ইনজুরিতে পড়া ম্যাথু শটের জায়গায় একাদশে ঢোকা ওপেনার কুপার কনলি। ট্রাভিস হেড ৩৩ বলে ৩৯ রানের ইনিংস খেলে ওই ধাক্কা সামাল দেন। কিন্তু দলের রান ৫৮ হতেই ফিরে যান তিনি। তার ব্যাট থেকে পাঁচটি চার ও দুটি ছক্কা আসে।
তিনে নামা স্টিভ স্মিথ ও চারে নামা মার্নাস লাবুশানে নতুন করে জুটি গড়েন। ওই জুটি আশা দিলেও দলের ১১০ রানে ভেঙে যায়। ৩৬ বলে ২৯ রানের ইনিংস খেলে ফিরে যান লাবুশানে। পরেই আউট হন জস ইংলিশ। তবে স্মিথ ও কেরি ৫৪ রান যোগ করে দলের রান ঠিক রাখেন। দলের দরকার মিটিয়ে ব্যাট করা স্মিথ ৯৬ বলে ৭৩ রান করে আউট হন। তিনি রানের গতি বাড়াতে ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে মোহাম্মদ শামির ফুলটসে বোল্ড হন।