You have reached your daily news limit

Please log in to continue


নভেরা আর মনিরুলকে ফিরে পাওয়া

ভাস্কর নভেরা আহমেদ এবং প্রখ্যাত চিত্রশিল্পী মনিরুল ইসলামকে নিয়ে দুটি ভিন্ন ডকুফিল্ম নির্মাণ করেছেন পরিচালক অনন্যা রুমা।

সিনেমা দুটি হল ‘নভেরা: এক্সপিডিশন টু নস্টালজিয়া' ও ‘মনির: টেল অব টু কান্ট্রিস’।

‘নভেরা: এক্সপিডিশন টু নস্টালজিয়া' তথচিত্রে ফুটে উঠেছে ভাস্কর নভেরার শিল্পকর্ম ও ব্যক্তিজীবনের কথা।

নভেরা আহমেদ, যার নাম জড়িয়ে আছে বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনারের নকশাপ্রণেতা হিসেবে। সেই নভেরার শিল্পকর্মের কথা ২২ মিনিট দৈর্ঘ্যের এই সিনেমায় তুলে ধরেছেন রুমা।

রুমা বলেছেন, তিনি গত ডিসেম্বরে ইউরোপ ভ্রমণে যান স্পেনে থাকা চিত্রশিল্পী মনিরুল ইসলামের উপর নির্মিত পূর্ণদৈর্ঘ্য ডকুফিল্মের শুটিং করতে। সেখানে গিয়ে সেটা সম্পূর্ণ করে তিনি গিয়েছিলেন ফ্রান্সে।

জানুয়ারির প্রথম সপ্তাহে প্যারিসে তিনি গিয়েছিলেন নভেরার মিউজিয়াম দেখতে। সেখানেই তাৎক্ষণিকভাবে স্বল্পদৈর্ঘ্য ডকুফিল্ম তৈরি করার পরিকল্পনা করেন রুমা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন