বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা চালুর বিষয়ে কোনো খবর দেওয়ার থাকলে সেটার এখতিয়ার শুধু দেশটির সরকারের বলে মনে করছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি বলেন, “এই রকম খবরতো ভারতীয় পক্ষ থেকে দিতে হবে। কারণ ভিসা জটিলতা আমরা সৃষ্টি করি নাই।”
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “ভারত যেকোনো কারণে হোক তাদের… ভিসাতো সার্বভৌম অধিকার, কোনো দেশ কাউকে যদি ভিসা না দেয় বা কোনো গোষ্ঠীকে ভিসা না দেয়, এ নিয়ে কোনো প্রশ্ন তোলা যায় না। এটা তাদের সিদ্ধান্ত।
“আমরা আশা করব, তারা সিদ্ধান্ত জানাবেন আমাদেরকে বা তাদের কার্যকলাপ বাড়াবেন, যাতে করে লোকজন যারা ভিসা চায় তারা ভিসা পেতে পারে।”
বাংলাদেশ থেকে ক্যান্সার, হৃদরোগ, কিডনি রোগ, প্রজননস্বাস্থ্যসহ বিভিন্ন রোগের চিকিৎসা নিতে ভারতে যান অনেক বাংলাদেশি নাগরিক। প্রতিবছর কত লোক ভারতে চিকিৎসা নিতে যায় সেটির সঠিক পরিসংখ্যান বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট দপ্তরে পাওয়া যায়নি।