আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে যা বললেন ব্যারিস্টার পার্থ

যুগান্তর প্রকাশিত: ০৪ মার্চ ২০২৫, ১৬:২৯

ছাত্র-জনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পতন ঘটে দীর্ঘ ১৫ বছর ধরে ক্ষমতায় থাকা ফ্যাসিস্ট শাসক শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের। বর্তমানে দলটির শীর্ষ নেতৃত্ব প্রতিবেশী দেশ ভারতে পলাতক রয়েছেন। এছাড়া দেশে-বিদেশে পালিয়ে বা আত্নগোপনে রয়েছে এই দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। অন্যদিকে গণহত্যার দায়ে গ্রেফতার হয়ে কারাগারে রয়েছে বড় একটি সংখ্যার কেন্দ্রীয় নেতাসহ কর্মীরাও। 


এমনই এক প্রতিকূল পরিস্থিতিতে বিপর্যস্ত ৭৫ বছর বয়সি দলটি। যার ফলে আওয়ামী লীগের ভবিষ্যত নিয়ে রাজনৈতিক অঙ্গনে যেমন নানা আলোচনা রয়েছে, তেমনি আওয়ামী লীগের ভেতরেও আছে অনিশ্চয়তা।


তবে পতনের ছয় মাস পার হলেও পরিস্থিতির জন্য আওয়ামী লীগের কোনো অনুশোচনা বা ক্ষমা চাওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বরং অনলাইন বা সামাজিক যোগাযোগমাধ্যমে দলটি বিক্ষোভ, অবরোধ এবং এমনকি হরতালের মতো কর্মসূচি দিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। তবে তাদের এই প্রচেষ্টা কতটা সফল হবে তা নিয়ে রয়েছে নানা আলোচনা। 


সম্প্রতি বেসরকারি টেলিভিশন যমুনার একটি অনুষ্ঠানে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন তরুণ রাজনীতিবিদ ও জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও