You have reached your daily news limit

Please log in to continue


হামাস নয়, গাজা শাসন করবে ‘আন্তর্জাতিক প্রশাসন’, আরও যা আছে প্রস্তাবে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজাকে মধ্যপ্রাচ্যের রিভেরায় পরিণত করার পরিকল্পনার মোকাবিলায় মিসর একটি বিকল্প প্রস্তাব তৈরি করেছে। এই প্রস্তাব অনুসারে, গাজার শাসনভার আর হামাসের থাকবে না। বরং, আরব, মুসলিম ও পশ্চিমা দেশগুলো নিয়ন্ত্রিত অন্তর্বর্তী সংস্থাগুলোর মাধ্যমে অর্থাৎ আন্তর্জাতিক একটি প্রশাসনের মাধ্যমে গাজা শাসন করা হবে। বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা পরিকল্পনার খসড়া দলিল থেকে এ তথ্য জানা গেছে।

মিসরের গাজা সংক্রান্ত এই দৃষ্টিভঙ্গি আজ মঙ্গলবার আরব লীগের শীর্ষ সম্মেলনে উপস্থাপনের কথা আছে। তবে এতে স্পষ্টভাবে বলা হয়নি, এই প্রস্তাবটি চূড়ান্ত শান্তিচুক্তির আগে কার্যকর হবে নাকি পরে। যুদ্ধের পর গাজার শাসনব্যবস্থা কেমন হবে—এটাই এখন পর্যন্ত সবচেয়ে বড় অমীমাংসিত প্রশ্ন। হামাস এখন পর্যন্ত কোনো বাহ্যিক শক্তির চাপিয়ে দেওয়া পরিকল্পনা মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছে।

কায়রোর প্রস্তাবটি গাজার পুনর্গঠনের অর্থায়ন কে করবে বা সেখানকার শাসনব্যবস্থা কীভাবে পরিচালিত হবে, এমন গুরুত্বপূর্ণ বিষয়গুলো স্পষ্ট করেনি। এমনকি শক্তিশালী ও সশস্ত্র হামাসকে কীভাবে দৃশ্যপট থেকে সরিয়ে দেওয়া হবে, সে বিষয়েও কোনো বিবরণ এতে নেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন