
যে পেশাগুলো এখন শুধুই গল্প
দেশ রূপান্তর
প্রকাশিত: ০৪ মার্চ ২০২৫, ১০:২১
ঢাকা শহরের ইতিহাস প্রায় ৪০০ বছরের। একসময় ভারতের নবাব-বাবুরা এই অঞ্চলে এলে তারা একসঙ্গে নিয়ে আসেন বিভিন্ন পেশাজীবীকে। কলকাতা থেকে এই পেশাজীবীদের আগমনে ঢাকায় নানা নতুন পেশার সূচনা হয়। কালের আবর্তে কিছু পেশা হারিয়ে গেলেও তাদের ছাপ রয়ে গেছে আমাদের ইতিহাসে। এ নিয়ে লিখেছেন অনিন্দ্য নাহার হাবীব
সময় এগিয়ে চলে, আর তার সঙ্গে পাল্টাতে থাকে আমাদের পরিচিত বাস্তবতা। একসময় পরিচিত পথগুলো অচেনা হয়ে ওঠে, আর পেশাগুলোর সঙ্গে সম্বন্ধও বদলে যায়। কালের প্রবাহে অনেক কিছুই মিশে মিশে একাকার হয়ে যায় পেশা বদলায়, নতুন পেশা জন্ম নেয়, কেউ বা জীবিকার জন্য এগিয়ে যায়, আবার কেউ হারিয়ে যায় অন্ধকারে। এই পরিবর্তনকে মেনে নেওয়াই আসলে প্রগতির একটি চিহ্ন।
- ট্যাগ:
- জটিল
- ভাইরাল
- ফেসবুক ভাইরাল
- টুইটার ভাইরাল