শুরু হয়েছে পবিত্র রমজান মাস। রোজা শুধু ধর্মীয় বিধিবিধানের অংশ নয়; বরং এটি বিজ্ঞান ও স্বাস্থ্যনীতিরও একটি বড় অংশ জুড়ে রয়েছে।
রোজা থাকা অবস্থায় অনেক চিকিৎসা নেওয়া যাবে যা অনেকেই জানেন না। যেমন
ইনহেলার, নাকের স্প্রে ব্যবহার করা যাবে।
চোখ ও কানের ড্রপ ব্যবহার করা যাবে।
হার্টের এনজাইনার সমস্যার জন্য বুকে ব্যথা উঠলে ব্যবহৃত নাইট্রোগ্লিসারিন ট্যাবলেট বা স্প্রে জিহ্বার নিচে ব্যবহার করলে রোজা নষ্ট হবে না।
রোজা রেখে শিরাপথে খাদ্য-উপাদান ছাড়া কোনো ওষুধ ত্বক, মাংসপেশি বা হাড়ের জোড়ায় ইনজেকশন হিসেবে প্রয়োগ করলে রোজার কোনো ক্ষতি হবে না।