
আমার সেই দিন আর নেই
শিহাব শাহীনের ‘দাগি’ সিনেমার শুটিং শেষ করে ঢাকায় ফিরেই নতুন একটি সিনেমায় কাজ শুরু করেছেন। বর্তমান ব্যস্ততা, মুক্তির অপেক্ষায় থাকা ১১টি সিনেমা ও ক্যারিয়ারের নানা প্রসঙ্গে ‘বিনোদন’-এর মুখোমুখি রাশেদ মামুন অপু। সাক্ষাৎকার নিয়েছেন মনজুরুল আলম
প্রথম আলো : শুরুতে নতুন সিনেমার খবর জানতে চাই।
রাশেদ মামুন অপু: নতুন সিনেমা নিয়ে কথাবার্তা হলো। সিনেমাটি নিয়ে এখনই কিছু বলা যাবে না। নতুন সিনেমার চেয়ে এত দিন আমি ‘দাগি’ সিনেমার শুটিংয়ের পরিকল্পনা নিয়ে বেশি ব্যস্ত ছিলাম। এখানেও দর্শক আমাকে খল চরিত্রে দেখবেন।
প্রথম আলো : এখন কোন কাজগুলো নিয়ে ভক্তরা কথা বলছেন?
রাশেদ মামুন অপু: প্রথমেই বলব ‘অন্ধকারের গান’ ওয়েব সিনেমার কথা। বখে যাওয়া ছেলের চরিত্রে অভিনয় করেছি। অন্যদিকে ঢাকা চলচ্চিত্র উৎসবে ‘নীলপদ্ম’ সিনেমার প্রিমিয়ার হয়েছে। দুটি কাজেই আমার চরিত্রের ব্যাপ্তি কম ছিল, কিন্তু দর্শক কাজগুলো দেখে ভালো লাগার কথা বলেছেন। কয়েকটি চরিত্রের মধ্যে যখন আলাদা করে একটি চরিত্র নিয়ে দর্শক কথা বলেন, তখন ভালো লাগে।