স্ক্যাবিস বা খোসপাঁচড়া এক ধরনের চর্মজনিত রোগ। এর অন্যতম লক্ষণ হলো প্রচণ্ড চুলকানি হওয়া এবং ত্বকের ওপরে ফোসকা পড়া বা লাল হয়ে ফুলে যাওয়া। তাই এ সময় খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন আনা উচিত, যা রোগের উপসর্গগুলো কমাতে সাহায্য করতে পারে।
স্ক্যাবিস হলে অ্যালার্জি সৃষ্টি করতে পারে এমন খাবার যেমন বেগুন, পুঁইশাক, চিংড়ি মাছ, গরুর মাংস, সামুদ্রিক খাবার ইত্যাদি এড়িয়ে চলা ভালো, কারণ এটি চুলকানি ও ত্বকের প্রদাহ বাড়াতে পারে।