
রোজার শিক্ষা কাজে লাগালে প্রত্যাশিত দেশ গড়া যাবে
বহু বছরের রেওয়াজ অনুযায়ী রমজানের প্রথম দিনে আলেম-ওলামা ও এতিমদের সঙ্গে ইফতার করলেন বিএনপির নেতারা। তাদের সম্মানে রোববার রাজধানীর লেডিস ক্লাবে ইফতার মাহফিলের আয়োজন করে দলটি। এতে প্রধান অতিথি হিসাবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
ইফতারের আগে বক্তৃতায় দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানান তারেক। রমজানের শিক্ষা কীভাবে কাজে লাগানো যায় তা নিয়ে আলোকপাত করেন। তিনি বলেন, আমরা যদি নিজেদের সৎ কাজে উৎসাহিত এবং অসৎ কাজে নিরুসাহিত করতে পারি তাহলে আমরা আমাদের প্রত্যাশিত সমাজ ও দেশ গড়ে তুলতে সক্ষম হব।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, রমজান আমাদের শেখায় সংযমী হতে। কীভাবে ধৈর্যশীল হতে হবে। কীভাবে মানুষের পাশে দাঁড়াতে হবে। একই সঙ্গে আল্লাহর যা যা সৃষ্টি আছে, সবকিছুর পাশে আমাদের দাঁড়ানোর শিক্ষা দেয়। আল্লাহর সৃষ্টির প্রতি যত্ন নেওয়া রমজান আমাদের শিক্ষা দেয়।
ওলামা-মাশায়েখদের প্রতি তারেক রহমান বলেন, আসুন, দেশের প্রতিটি মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, রমজানে আল্লাহর দরবারে সেই প্রার্থনা করি। তিনি আরও বলেন, ‘খ্রিষ্টান সম্প্রদায় সারা বিশ্বে বড়দিন একই দিনে পালন করে। তাই আমরা চিন্তা বা আলোচনা করে দেখতে পারি কিনা, বাংলাদেশের মানুষ সারা বিশ্বের মানুষের সঙ্গে একই দিনে রোজা ও ঈদ পালন করতে পারি কিনা। বর্তমানে বিজ্ঞানের যুগে এটি করা সম্ভব কিনা।’