মিশর নয় এশিয়াতেই রয়েছে বিশ্বের সবচেয়ে প্রাচীন পিরামিড!

যুগান্তর প্রকাশিত: ০২ মার্চ ২০২৫, ২২:৩১

পিরামিডের প্রসঙ্গ উঠলে প্রথমেই যে দেশটির কথা মাথায় আসে তা হল মিশর। দেশটির বিস্তীর্ণ বালিয়ারির মাঝে প্রোথিত রয়েছে অপার রহস্যের খনি। ইতিহাস যেন প্রতিটি পিরামিডের নীচে শায়িত। শতাব্দীপ্রাচীন এক একটি পিরামিড যেন রহস্য-রোমাঞ্চের খনি।


কিন্তু পৃথিবীর সবচেয়ে পুরনো পিরামিড নাকি তৈরি হয়নি মিশরে। মিশরীয়দের হারিয়ে সেই তকমা কেড়ে নিয়েছে এশিয়া তথা বিশ্বের সবচেয়ে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়া। সেখানে মাটির নিচে শায়িত রয়েছে ২৫ হাজার বছরের ইতিহাস। বয়সে মিশরের পিরামিড এই পিরামিডের কাছে নেহাতই শিশু।


অনেকেই বিশ্বাস করেন মিশরে পিরামিড মানুষের তৈরি নয়, ভিনগ্রহের প্রাণীদের তৈরি। এ রকমও প্রচলিত আছে যে, জাদুবলে পাথরে ওজন শূন্য করে ফেলে সেগুলো পর পর সাজিয়ে পিরামিড বানানো হয়েছিল। 


মিশরীয় বিশেষজ্ঞদের মতে, খ্রিস্টের জন্মের প্রায় ২ হাজার ৭০০ বছর আগে তৈরি হয়েছিল বিখ্যাত গিজা পিরামিড। এর কাছাকাছি সময়েই তৈরি হয় জোসেরের পিরামিড।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও