
সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
যুগান্তর
প্রকাশিত: ০২ মার্চ ২০২৫, ২২:২৬
ঢালিউড অভিনেতা ওমর সানী বাজারে সয়াবিন তেলের সংকট নিয়ে কথা বলেছেন। দ্রব্যমূল্য সিন্ডিকেটকারীদের উদ্দেশে তার মন্তব্য ঠিক এরকম, এখনো আপনাদের হারামিপনা কমে নাই।
রোববার দুপুরে ফেসবুক স্ট্যাটাসের তিনি এ কথা লেখেন।
তিনি লিখেছেন, ‘হঠাৎ করে সয়াবিন তেল উধাও। তার মানে, এখনো আপনাদের হারামিপনা কমে নাই। এই সিন্ডিকেটগুলোকে গণপিটুনির ব্যবস্থা করা ছাড়া আর উপায় নাই।’
ওমর সানী আরও লিখেছেন, ‘দয়া করে সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বৃদ্ধি করবেন না। এগুলো করলে দেখবেন সব হারাতে হবে। কিছুদিন পরে লিভার নাই, কিডনি নাই, ক্যান্সার, বউ নাই, বাচ্চা কেউ নাই।’
- ট্যাগ:
- বিনোদন
- সংকট
- গণপিটুনি
- সয়াবিন তেল
- ওমর সানি