বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের টিকিটের টাকা ফেরত পাবেন দর্শকেরা

www.ajkerpatrika.com প্রকাশিত: ০২ মার্চ ২০২৫, ২২:২৩

হাইব্রিড মডেলে হওয়া চ্যাম্পিয়নস ট্রফির শেষ অংশে বাদ সাধে আবহাওয়া। পাকিস্তানে অনুষ্ঠিত তিন ম্যাচে বেরসিক বৃষ্টির বাগড়ায় ফলই আসেনি। যার মধ্যে রয়েছে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ। এই ম্যাচের টিকিটের টাকা দর্শকদের ফেরত দেওয়া হবে।


রাওয়ালপিন্ডিতে ২৫ ফেব্রুয়ারি হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচ। একই মাঠে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ হওয়ার কথা ছিল ২৭ ফেব্রুয়ারি। তবে বৃষ্টির বাগড়ায় এই দুই ম্যাচে বল মাঠে গড়ানো দূরে থাক, টসই হতে পারেনি। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির জন্য পিসিবি টিকিটের টাকা ফেরত দেওয়ার নিয়মে বলা আছে, কোনো বল না হয়ে পরিত্যক্ত হলেই টিকিটের পুরো টাকাই দর্শকেরা ফেরত পাবেন। এই দুই ম্যাচের জন্যই সেটা বলবৎ থাকছে। তবে হসপিটালিটি বক্সেস, পিসিবি গ্যালারি-এই দুই অংশের জন্য যাঁরা টিকিট কেটেছেন, তাঁরা টাকা ফেরত পাবেন না।


ফয়সালাবাদ, গুজরানওয়ালা, হায়দরাবাদ, ইসলামাবাদ, করাচি, লাহোর, মুলতান, রাওয়ালপিন্ডি, পেশোয়ার, কোয়েটা—পাকিস্তানের এই দশ শহরে টিকিটের টাকা ফেরত দিতে দর্শকদের জন্য আউটলেট খোলা হয়েছে। টিকিটের টাকা ফেরত নিতে ১০ মার্চ থেকে ১৪ মার্চের মধ্যে আউটলেটে যেতে হবে দর্শকদের। দেরি করলে তাতে কাজ হবে না। এমনকি কেউ কারও হয়ে টিকিটের টাকা ফেরত চাইতে পারবেন না। মানে যাঁরা যাঁরা টিকিট কেটেছেন, তাঁদের সশরীরে যেতে হবে আউটলেটে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও