আবুধাবি থেকে দুবাই যাত্রী পরিবহন শুরু করতে যাচ্ছে উড়ন্ত ট্যাক্সি

www.ajkerpatrika.com প্রকাশিত: ০২ মার্চ ২০২৫, ২২:২১

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে আগামী কয়েক মাসের মধ্যেই চালু হতে যাচ্ছে উড়ন্ত ট্যাক্সি পরিষেবা। যুক্তরাষ্ট্রের নির্মাতা প্রতিষ্ঠান আর্চার ঘোষণা করেছে, তারা শিগগিরই আবুধাবিতে তাদের ‘মিডনাইট’ উড়োজাহাজ উড্ডয়ন করবে এবং এ বছরই যাত্রী পরিবহন শুরু করবে।


আবুধাবি অ্যাভিয়েশন (এডিএ) আর্চারের প্রথম গ্রাহক। আর্চার ও আবুধাবি অ্যাভিয়েশন যৌথভাবে পাইলট প্রশিক্ষণ, ফ্লাইট পরিচালনা এবং জনগণের সম্পৃক্ততা বৃদ্ধির জন্য কাজ করবে। আর্চার তার প্রাথমিক কার্যক্রমের জন্য পাইলট, প্রকৌশলী ও কারিগরি কর্মীদের একটি দল পাঠাবে এবং শহুরে আকাশ পরিবহনের জন্য সফটওয়্যার ও বুকিং অ্যাপ সরবরাহ করবে।


‘মিডনাইট’ হলো চার আসনের একটি বৈদ্যুতিক উড়ন্ত ট্যাক্সি। এটি একজন পাইলট দ্বারা পরিচালিত হবে। এটিকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন, ব্যাক-টু-ব্যাক ফ্লাইট পরিচালনা করা যায়। প্রতিটি ফ্লাইটের মধ্যবর্তী চার্জিং সময় ন্যূনতম রাখা হয়েছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও