লিটন দল পেলেও অনিশ্চয়তা কাটেনি মুস্তাফিজের

কালের কণ্ঠ প্রকাশিত: ০২ মার্চ ২০২৫, ২২:০৯

রাত পোহালেই শুরু হবে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। ঘরোয়া টুর্নামেন্টটি খেলতে যখন শেষ মুহূর্তের প্রস্তুতি সারছেন অন্য ক্রিকেটাররা তখন দল পাবেন কিনা সেই অনিশ্চয়তার মধ্যে ভুগছেন লিটন দাস ও মুস্তাফিজুর রহমান।


উইকেটরক্ষক-ব্যাটার লিটনের অনিশ্চয়তা অবশ্য কেটে গেছে। তাকে দলে নিয়েছে গুলশান ক্রিকেট ক্লাব।

বাংলাদেশি ওপেনারকে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। প্রিমিয়ার লিগে উন্নীত হওয়া ক্লাবটিতে এবার বিনিয়োগ করেছেন সাবেক ওপেনার। আজ নিজ দলের অনুশীলন শেষে লিটনকে নেওয়ার বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেন তিনি।


মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন শেষে তামিম বলেছেন, ‘লিটন দাস দল পেয়েছে।

সে গুলশান ক্রিকেট ক্লাবে খেলবে। মুস্তাফিজের বিষয়টা জানি না। খুবই দুর্ভাগ্যজনক। যদি এমন (দল না পাওয়া) হয়ে থাকে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও