ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে ভুয়া ফটোকার্ড প্রচার

কালের কণ্ঠ প্রকাশিত: ০২ মার্চ ২০২৫, ২২:০৬

সম্প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের পলাতক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে মূলধারার ইলেকট্রনিক গণমাধ্যম যমুনা, বেসরকারি টেলিভিশন চ্যানেল চ্যানেল২৪, জাতীয় দৈনিক জনকণ্ঠের ডিজাইনসংবলিত মোট তিনটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 


তবে রিউমর স্ক্যানার এক প্রতিবেদনে জানায়, ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে চ্যানেল২৪, জনকণ্ঠ কিংবা যমুনা টিভি কোনো ফটোকার্ড কিংবা সংবাদ প্রকাশ করেনি। বরং ওই গণমাধ্যমগুলোর ডিজাইন নকল করে আলোচিত ফটোকার্ডগুলো প্রচার করা হয়েছে। 


এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডগুলোতে উল্লেখিত দাবিগুলোর সত্যতা যাচাইয়ে প্রাসঙ্গিক একাধিক কি ওয়ার্ড সার্চ করেও গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে উক্ত দাবিগুলোর সত্যতা পাওয়া যায়নি।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও