You have reached your daily news limit

Please log in to continue


কর্মবিরতিতে ২৫ ক্যাডারের কর্মকর্তারা

বিভিন্ন ক্যাডারের কর্মকর্তাদের সাময়িক বরখাস্তের প্রতিবাদে সারা দেশে কর্মবিরতি পালন করছে ২৫টি ক্যাডারের সম্মিলিত আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ।

রোববার বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে কালো ব্যাজ ধারণ করে এ কর্মসূচি পালন করছেন সরকারি কর্মবর্তাদের এ সংগঠনের সদস্যরা।

সারা দেশে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হবে জানিয়ে পরিষদের সমন্বয়ক মুহম্মদ মফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সারা দেশে আমাদের কর্মবিরতি চলছে। ফেইসবুকে লেখালেখির মত কারণে আমাদের ২৫ ক্যাডারের ১৩ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই ধরনের কাজ প্রশাসন ক্যাডারে হলেওে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।


“বৈষম্যপূর্ণ রাষ্ট্রীয় ব্যবস্থা কাজে লাগিয়ে প্রশাসন ক্যাডার ২৫ ক্যাডারের কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে এমন ব্যবস্থা গ্রহণ করেছে।”

সকাল থেকে কর্মবিরতিতে গেছেন প্রাণিসম্পদ অধিদপ্তর ও কৃষি সম্পদ অধিদপ্তরের বিসিএস ক্যডারের কর্মকর্তারা।

প্রাণিসম্পদ অধিদপ্তরে কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন, “বিভিন্ন ক্যাডার কর্মকর্তাদের সাময়িক বরখাস্তের প্রতিবাদে এবং আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে আমরা পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছি। সকাল সাড়ে ১০টা থেকে এক ঘণ্টা আমরা নিজ নিজ দপ্তরের সামনে কালো ব্যাজ পরে ব্যানারসহ অবস্থানে ছিলাম।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন