You have reached your daily news limit

Please log in to continue


বরিশালে জলাতঙ্কের ভ্যাকসিন সংকট

বরিশালের হাসপাতালগুলোয় উদ্বেগজনক হারে বেড়েছে কুকুর-বিড়ালসহ বিভিন্ন প্রাণীর কামড়-আঁচড়ে আক্রান্তের সংখ্যা। তাদের বেশির ভাগই সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে এসে জলাতঙ্কের ভ্যাকসিন না পেয়ে হতাশ হচ্ছে। অনেকেই বাইরে থেকে বেশি দামে ভ্যাকসিন কিনে আনছে। কেউ কেউ বেসরকারি প্রতিষ্ঠানে চিকিৎসা নিচ্ছে। এতে অতিরিক্ত অর্থ ব্যয়ের পাশাপাশি হয়রানির শিকার হতে হচ্ছে তাদের।

সরকারিভাবে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, বরিশাল সদর জেনারেল হাসপাতালসহ বিভাগের ছয়টি জেলা শহর ও ৪২টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্ক রোগের চিকিৎসা দেয়া হয়। এছাড়া সিভিল সার্জন অফিসসহ বেসরকারি পর্যায়েও চিকিৎসা নিচ্ছে আক্রান্তরা। তবে চিকিৎসা মিললেও বরিশাল শহরে সরকারিভাবে ভ্যাকসিন পাওয়া যায় কেবল বরিশাল সদর জেনারেল হাসপাতালে। অন্যত্র চিকিৎসার ক্ষেত্রে ভ্যাকসিন বাইরে থেকে কিনে নিয়ে যেতে হয়। তবে সদর জেনারেল হাসপাতালেও মিলছে না পর্যাপ্ত ভ্যাকসিন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর চিত্রও একই।

বিভিন্ন সরকারি হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, চাহিদা অনুযায়ী জলাতঙ্ক রোগের ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না। আবার পাওয়া গেলেও তা সংরক্ষণ করার তেমন ব্যবস্থা নেই তাদের।

বরিশাল সদর জেনারেল হাসপাতালের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ২০ হাজার ১৭৮ জন বিভিন্ন প্রাণীর কামড়-আঁচড়ে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে। ওই বছর প্রতিদিন গড়ে ৫৯ জন জলাতঙ্ক রোগের ভ্যাকসিন নিয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন