ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তিনি চান যুক্তরাষ্ট্র তাদের পাশে আরও দৃঢ়ভাবে দাঁড়াক। হোয়াইট হাউজে ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর তিনি একথা বলেন।
ট্রাম্পের সঙ্গে ওই বৈঠককে ‘কঠিন সংলাপ’ বলে বর্ণনা করেছেন জেলেনস্কি। তিনি বলেন, ইউক্রেইন খনিজ চুক্তি সই করতে প্রস্তুত। তবে এর বিনিময়ে তিনি এখনও নিরাপত্তার নিশ্চয়তা চান।
নিরাপত্তার নিশ্চয়তা ছাড়া যুদ্ধবিরতি করা ইউক্রেইনের জন্য বিপজ্জনক বলে তিনি উল্লেখ করেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যুদ্ধ শেষ করতে চান বলে জানান জেলেনস্কি।