পাচার করা অর্থ ফেরাতে ‘আন্তর্জাতিক কর বিশেষজ্ঞ’ চায় এনবিআর

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০১ মার্চ ২০২৫, ১৬:৪১

বিদেশে অর্থ পাচার ও পাচারকৃত সম্পদ থেকে ফাঁকি দেওয়া রাজস্ব পুনরুদ্ধারে কর বিষয়ক অভিজ্ঞ ‘আন্তর্জাতিক কর বিশেষজ্ঞ’ নিয়োগ দিতে চায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। জাতীয় রাজস্ব বোর্ডে সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি) ও আয়কর গোয়েন্দা ইউনিটের জন্য ওই বিশেষজ্ঞ কাজ করবে। এমন অনুরোধ করে সম্প্রতি অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিবকে চিঠি দেওয়া হয়েছে। 


এনবিআর সদস্য (বোর্ড প্রশাসন) জি এম আবুল কালাম কায়কোবাদ সই করা চিঠির সূত্রে এসব তথ্য জানা গেছে। শনিবার (১ মার্চ) এনবিআরের ঊর্ধ্বতন একজন চিঠির বিষয়টি নিশ্চিত করেছেন।


চিঠিতে বলা হয়, জাতীয় রাজস্ব বোর্ড রাজস্ব আহরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্থা। সংস্থাটি প্রত্যক্ষ ও পরোক্ষ কর আহরণ ও সকল প্রকার রাজস্ব ফাঁকি উদঘাটনের দায়িত্বপ্রাপ্ত সংগঠন। রাজস্ব আহরণের অংশ হিসেবে গোপনকৃত আয় ও কর ফাঁকি উদঘাটন এবং ফাঁকি দেওয়া রাজস্ব পুনরুদ্ধার করা আয়কর বিভাগের নিয়মিত কাজের একটি অংশ। আয়কর বিভাগের কর্মকর্তারা এ বিষয়ে যথেষ্ট পরিমাণে প্রশিক্ষণপ্রাপ্ত এবং এ কাজটি তারা সচরাচর সম্পন্ন করে থাকে। কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) এবং আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট এ দুটি বিশেষায়িত ইউনিট মূলত আয় ও সম্পদ গোপনের কারণে সংঘটিত রাজস্ব ফাঁকি উদঘাটনে কাজ করে ইতোমধ্যে বেশ সফলতা অর্জন করেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও