পরগাছা, উকুন বলে ধুয়ে দিলেন পরীমণি, নিশানায় অপু বিশ্বাস!

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০১ মার্চ ২০২৫, ১৬:৩৯

মাসখানে আগের কথা, ফেসবুকে ভার্চ্যুয়াল যুদ্ধে লিপ্ত হন ঢাকাই সিনেমার আলোচিত দুই নায়িকা পরীমণি ও শবনম বুবলী। পরীর অভিযোগ ছিল, তার সন্তানকে নিয়ে বানানো ভিডিও নকল করে নিজের সন্তানের জন্য বানিয়েছেন বুবলী। জবাবে বুবলী দাবি করেন, তিনি কাউকে কপি করেননি। 


দুই নায়িকার সেই কথার লড়াইয়ে যোগ দেন বুবলীর বড় বোন গায়িকা নাজনীন মিমি। যিনি পরোক্ষভাবেই পরীকে ইঙ্গিত করে বেশ কয়েকটি মন্তব্য করেন। যা শুনে আরও ক্ষেপে যান পরীমণি। একটা সময়ে দুই নায়িকার দ্বন্দ্ব গিয়ে এমন পরিস্থিতিতে দাঁড়ায় যে, দুজনে একে অন্যের চেহারা দেখাও বন্ধ করে দেন। 


স্বাভাবিকভাবেই বুবলীর সঙ্গে সম্পর্ক খারাপের পর পরীমণিকে কাছে টেনে নেন নায়িকা অপু বিশ্বাস। পরীকে নিজের বোন বলেও সম্বোধন করেন তিনি। তবে অপুকে নিয়ে তখনও সন্দিহান ছিলেন পরীমণি। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও