You have reached your daily news limit

Please log in to continue


কঙ্গোতে বিদ্রোহীদের হামলায় নিহত ২৩

মধ্য আফ্রিকার দেশ গণতান্ত্রিক কঙ্গোতে ইসলামিক স্টেটের সঙ্গে সম্পৃক্ত একটি বিদ্রোহী গোষ্ঠীর হামলায় উত্তর-পূর্বাঞ্চলে চলতি সপ্তাহে কমপক্ষে ২৩ জন নিহত হয়েছে। এছাড়া আরও ২০ জনকে জিম্মি করে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় কিছু সূত্র এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছে।

উগান্ডার সীমান্তবর্তী ইতুরি প্রদেশে মঙ্গলবার ও বুধবার ইসলামিট স্টেটের সঙ্গে সম্পৃক্ত এডিএফ বেশ কিছু স্থানে হামলা চালিয়েছে।

মাম্বাসা অঞ্চলের সমাজ সংস্থার সমন্বয়কারী জোসপিন পালুকু এএফপিকে বলেছেন, মাতালো এবং সাম্বোকো গ্রামে বিদ্রোহীদের হামলায় ২৩ জন নিহত হয়েছে।

তিনি জানিয়েছেন, গ্রাম্যপ্রধান মাতোলোর ছেলেসহ কমপক্ষে ২০ জনকে জিম্মি হিসেবে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় পুলিশ প্রধান জানিয়েছেন, নিহতদের বেশিরভাগই মাঠে কাজ করা কৃষক। মানবিক বেশ কিছু সংস্থাও নিহতের সংখ্যা নিশ্চিত করেছে। তবে এই সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন