৭ মার্চ ২০২৫ পর্যন্ত রাশিফল

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০১ মার্চ ২০২৫, ১৫:০০

রাশি অনুযায়ী এই সপ্তাহ কেমন যেতে পারে জেনে নিন।


পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক জাতিকাদের নানান বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্র বিশেষজ্ঞ ড. গোলাম মাওলা।


মেষ রাশি (২১ মার্চ – ১৯ এপ্রিল) সপ্তাহের শুরুতে যদি কেনাকাটা করতে যান তবে বেশি অপব্যয়ী হওয়া এড়িয়ে যান। সৃষ্টিশীল ক্ষেত্রের ব্যক্তিদের সাফল্যময় সময় যেহেতু তারা কোনো দীর্ঘ প্রতিক্ষীত খ্যাতি ও স্বীকৃতি অর্জন করবেন। সপ্তাহের মাঝদিকে আকস্মিক টাকা পয়সার আগমন আপনার রসিদগুলো এবং তাৎক্ষণিক খরচের খেয়াল করবে। আর্থিক লাভ যা প্রত্যাশিত ছিল তা সাফল্যময় হবে। বিভিন্ন উৎস থেকে আর্থিক লাভ হবে। সপ্তাহের শেষদিকে কোনা আত্মীয়ের কাছ থেকে অপ্রত্যাশিত খবর সময়টি উজ্জ্বলতর করে তুলবে। এমন একজন আত্মীযয়ের সঙ্গে দেখা করুন যিনি সুস্থ নেই।


বৃষ রাশি (২০ এপ্রিল – ২০ মে) সপ্তাহের শুরুতে নিজেকে প্রেমে একে অপরের মধ্যে এই সময় অনুভব করবেন। এসময় শারীরিক অস্তিত্ব কোনোভাবেই বিবেচিত হবে না। অন্যদের ওপর ব্যয় করতে পছন্দ করেন, তবে অর্থ ব্যয় আপনার মনকে নিরানন্দ করবে। সপ্তাহের মাঝদিকে সীমাহীন সৃজনশীলতা ও উদ্যম আপনাকে লাভজনক দিকে এগিয়ে নিয়ে যাবে। লক্ষ্য পূরণে দুর্দান্ত সুযোগ পাওয়ার পক্ষে সময়টি অত্যন্ত ভালো। সপ্তাহের শেষ দিকে কমিশন ডিভিডেন্ট, বা রয়্যাল্টি থেকে লাভ পাবেন। নির্দিষ্ট কিছু জরুরি পরিকল্পনা নির্বাহিত হওয়াতে নতুন লক্ষ্য এনে দেবে।


মিথুন রাশি (২১ মে – ২০ জুন) সপ্তাহের শুরুতে সাফল্য অর্জনের জন্য কর্মক্ষেত্রে একগ্রতা বাজায় রাখতে হবে। আর অবিরাম কাজ করতে হবে। হৃদ-সম্পন্দন সংগীর সঙ্গে ছন্দ মিলিয়ে প্রেমের সংগীতে মেতে উঠবেন। পরোপকার কাজে মানসিক শান্তি আর আরাম পাবেন। সপ্তাহের মাঝদিকে সমস্যা হল, টাকা ঝুলে থাকবে। সম্ভবত বেশি খরচ করবেন বা মানিব্যাগ অন্যস্থানে রাখবেন। অসর্তকতার কারণে কিছু লোকসান নিশ্চিত হবে। সপ্তাহের শেষদিকে দ্রুত গতিতে পদএক্ষপ গ্রহণ করার ফলে সমস্যা সমাধান হবে। আর কাজের পরিবেশ ভালো দিক পরিবর্তত হবে।


কর্কট রাশি (২১ জুন – ২২ জুলাই) সপ্তাহের শুরুতে কারও কারও জন্য ভ্রমণ ক্লান্তিকর হতে পারে, তারপরও সঙ্গী প্রেম ও সংবেদনের আলাদা পৃথিবীতে রাজত্ব করাতে পারে। আইটি চাকরিজীবীরা এ সময় বিদেশ থেকেও কোনো ডাক পেতে পারেন। সপ্তাহের মাঝদিকে প্রেম জীবনে ভালো দিকে মোড় নিতে যাচ্ছে কারণ আপনি একটা ভালো সম্পর্কের বিকাশ ঘটাচ্ছেন। আপনার সিদ্ধান্তে অভিভাবকের সহায়তা আপনাকে অত্যন্ত সাহায্য করবে। সপ্তাহের শেষদিকে পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে সময় কাটাতে ও টাকা খরচ উপভোগ করতে মন চাইবে। তবে অর্থ ব্যয় মনকে নিরানন্দ করতে পারে।


সিংহ রাশি (২৩ জুলাই – ২২ অগাস্ট) সপ্তাহের শুরুতে রাস্তায় থাকার সময় বেপরোয়া গাড়ি চালানো ও ঝুঁকি নেওয়া উচিত নয়। দূরের জায়গায় আত্মীয়রা যোগাযোগ করতে পারে। একটি আনন্দ সফরে যাওয়ার সম্ভাবনা যা আপনার শক্তি ও আবেগকে নতুন করে তুলবে। সপ্তাহের মাঝদিকে সব সময় যে রকম কাজ করতে চেয়েছিলেন, অফিসে সেই ধরনের কাজ পেতে পারেন। কঠোর পরিশ্রম কর্মক্ষেত্রে রং প্রদর্শন করবে। সপ্তাহের শেষদিকে চোখ কখনও মিথ্যা বলে না, সঙ্গীর চোখের বিশেষ কিছু আপনাকে প্রকাশ করাবে। আশীর্বাদ ও সৌভাগ্য পথে আসায় আর অতীতের পরিশ্রমগুলো ফল আনায় ইচ্ছগুলো পূর্ণ হবে।



কন্যা রাশি (২৩ অগাস্ট – ২২ সেপ্টেম্বর) সপ্তাহের শুরুতে সঙ্গী/ স্বামী/ স্ত্রীর সঙ্গে জীবনের সেরা সময় হতে পারে। যদি নতুন ব্যবসায়িক অংশীদারিত্বের কথা বিবেচনা করেন তবে কোনো দায়িত্ব নেওয়ার আগে সব তথ্য হাতে পাওয়া জরুরি। আঘাত এড়ানোর জন্য চলাচলের সময় বিশেষ যত্ন নিন। সপ্তাহের মাঝদিকে বিদেশি অংশীদারদের সঙ্গে রপ্তানি, বৈদেশিক সহযোগিতা, বাণিজ্য চুক্তি ও সংযোগ ভালো করতে পারবেন। এছাড়াও পরিমিত কথোপকথন ও যোগাযোগের জন্য অতিরিক্ত মনযোগ দেবেন। সপ্তাহের শেষদিকে অধস্তনরা প্রত্যাশা মতো কাজ না করায় বিচলিত হতে পারেন। উচিত হবে গুরুত্বপূর্ণ সমস্যায় নজর কেন্দ্রীভূত করা।


তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর) সপ্তাহের শুরুতে অনাকাঙ্ক্ষিত চিন্তাগুলো মন দখল করে রাখতে পারে। মানসিক সচ্ছতা ব্যবসায়ে অন্য প্রতিযোগীদের থেকে আপনাকে একক প্রাধান্য প্রদান করবে। খুশিতে ভরা সময়, যে সময় সঙ্গী আনন্দ দিতে চেষ্টা করবে। সপ্তাহের মাঝদিকে রক্তচাপের রোগীরা ভিড় বাসে চড়ার সময় স্বাস্থ্যের ব্যাপারে অতিরিক্ত যত্নশীল থাকবেন। চলাচলে সাবধানতা অবলম্বন করবেন। সপ্তাহের শেষদিকে ভ্রমন প্রেমঘটিত যোগাযোগ বাড়াবে। এটা এমন একটি সময় যখন রোমান্টিক ভ্রমণে যেতে পারেন।


বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর – ২১ নভেম্বর) সপ্তাহের শুরুতে ভালোবাসার সঙ্গীর একটি নতুন বিস্ময়কর দিক দেখতে পাবেন। উপলব্ধি করতে পারবেন যে সঙ্গী কতটা ভালোবাসে। ঘুমন্ত অবস্থায় দেখা স্বপ্নগুলো জেগে উঠে মানসিক চাপ আনবে। সপ্তাহের মাঝদিকে সঙ্গীর সঙ্গে একটি নিরুদ্বেগ সময় কাটাবেন। বিবাহ একটি আশীর্বাদ এসময় এটার শ্রেষ্ঠত্ব অনুভব করবেন। খুচরা ও পাইকরী ব্যবসায়ীরা অপ্র্যাশিত মুনাফা অর্জন করতে পারেন। সপ্তাহের শেষদিকে বুঝতে হবে রাগ হলে স্বল্প পাগলামির রূপান্তর। আর এটি কিছু মারাত্মক ভুলের জন্য বাধ্য করতে পারে।


ধনু রাশি (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর) সপ্তাহের শুরুতে ঘরে উৎসবের বার্তাবরণ আপনার উত্তেজনা কম করবে। তাই নিশ্চিত করুন নীরব দর্শক না হয়ে এতে অংশগ্রহণ করবেন। সমগ্র মহাবিশ্বের উচ্ছাস দু্ই জনের মধ্যে অনুষ্ঠিত হবে। যারা প্রেমে পড়েছেন, হ্যাঁ আপানি তাদের মধ্যে একজন। সপ্তাহের মাঝদিকে শরীর নিয়ে উৎকণ্ঠা দেখাবেন না। এতে অসুস্থা বাড়তে পারে। কোনো অপ্রীতিকর ও হতাশাজনক পরিস্থিতির মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে। সপ্তাহের শেষদকে সঙ্গীর সঙ্গে প্রেম রোমান্সের চরম মাত্রায় পৌঁছাবেন। ব্যবসায়ীক কাজের চাপ বিবাহতি জীবনকেও ব্যহত করছিল। তবে সময়ে সব অভিযোগ বিলীন হবে যাবে। প্রেম ফাল্গুন ধারার মতো প্রবাহিত হবে।


মকর রাশি (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি) সপ্তাহের শুরুতে কোনো আত্মীয়ের কাছ থেকে অপ্রত্যাশিত খবর সময়টি উজ্জ্বলতর করবে। কাজে সম-মানসিকতার বন্ধুদের সাহায্য নিন। তাদের সময়োচিত সাহায্য আপনার জন্য গুরুত্বপূর্ণ ও লাভদায়ক হবে। সপ্তাহের মাঝদিকে প্রেম আনন্দদায়ক ও উত্তেজনাপূর্ণ হতে পারে। এই সময় বিনোদনের মধ্যে খেলাধুলা সংক্রান্ত ক্রিয়াকলাপ ও বাইরের অনুষ্ঠান অন্তর্ভুক থাকা উচিত। সপ্তাহের শেষদিকে উগ্রতা ত্যাগ না করলে শক্রু বৃদ্ধি ঘটতে পারে। স্ত্রীর স্বাস্থ্য ভালো নাও যেতে পারে।


কুম্ভ রাশি (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) সপ্তাহের শুরুতে ঝুঁকি বা অপ্রত্যাশিত লাভের মাধ্যমে আর্থিক অবস্থান উন্নত হতে পারে। সাংবাদিকদের ব্যস্ততা বৃদ্ধি পাবে। এমন জায়গাগুলোতে সময় কাটাতে পারেন যেখানে দুর্দান্ত লোকদের দেখা পাবেন। সপ্তাহের মাঝদিকে পরিবারের সদস্যরা আপনাকে এক ইতিবাচক উপায়ে সাড়া দেওয়াতে উপকৃত হবেন। উপরি টাকা জমি, বাড়িতে বিনিয়োগ করা উচিত। সপ্তাহের শেষদিকে প্রেমের জীবন ভালো দিকে মোড় নিতে যাচ্ছে, কারণ একটি ভালো সম্পর্কের বিকাশ ঘটবে।


মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) সপ্তাহের শুরুতে আধ্যাত্মিক শক্তি ও অসাধারণ উদ্যোম আপনার অনুকূলে ফলাফল আনতে পারে। আপনার বিচক্ষণ আয় অন্যরা সন্তুষ্ট হয়ে বেশি লভ্যাংশ প্রদান করবে। টাকা পয়সা প্রাপ্তির সুযোগ লাভজনক হতে পারে। সপ্তাহের মাঝদিকে কোনো জাতীয় ঘটনার বিষয়ে কথা বলা এড়িয়ে চলুন। কারণ এটি অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে পারে। সপ্তাহের শেষদিকে পারিবারিক অনুষ্ঠান ও গুরুত্বপূর্ণ সমারোহের জন্য এটি একটি শুভ সময়। কোনো কঠিন কাজ সম্পন্ন করতে পারায় বন্ধুরা ভূয়সী প্রশংসা করবে। আপনাকে খুশি রাখার জন্য অভিভাবক ও বন্ধুরা তাদের সেরাটা দেবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও