ভাইরাল হতে ট্রেনের জানালা দিয়ে যাত্রীকে থাপ্পড়, আটক কনটেন্ট ক্রিয়েটর

www.ajkerpatrika.com বিহার প্রকাশিত: ০১ মার্চ ২০২৫, ১৪:৫৪

স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেন যাত্রা শুরু করতেই এক যাত্রীকে জানালা দিয়ে কশে থাপ্পড় হাঁকিয়েছেন এক যুবক। ওই যাত্রী কিছু বুঝে ওঠার আগেই ঘটে যাওয়া এ ঘটনায় রীতিমতো হতভম্ব! অন্যদিকে এ কাণ্ড ঘটিয়ে সটকে পড়েন থাপ্পড় দেওয়া অপরিচিত ওই যুবক। আর পুরো বিষয়টি ভিডিওতে ধারণ করছিলেন তাঁর সহযোগী।


পরে জানা যায়, ভাইরাল হতেই অপরিচিত ব্যক্তির সঙ্গে এমন ঘটিয়েছিলেন তিনি। আর এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে এই ভিডিও ছড়াতেই নেটিজেনদের কট্টর সমালোচনা শুরু হয়। প্রশ্ন ওঠে রেলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে।


এতে টনক নড়ে রেলওয়ে পুলিশের। তথ্যপ্রযুক্তির সহায়তায় আটক করা হয় ওই যুবককে। পরে তাঁর কাছ থেকে ক্ষমা চেয়ে লিখিত ও ভিডিও বার্তা নেওয়া হয়।


ঘটনাটি ঘটেছে ভারতের বিহার প্রদেশের অনুগ্রহ নারায়ণ রোড রেলওয়ে স্টেশনে। আটক ওই ব্যক্তির নাম রিতেশ কুমার। পরে সবার কাছে ক্ষমা চেয়ে ভারতের রেলওয়ে পুলিশের কাছে ভিডিও বার্তা দিয়েছেন তিনি।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে