এবার কর্মবিরতিতে পোস্ট গ্রাজুয়েট চিকিৎসকরা, জরুরি বিভাগ আওতামুক্ত

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০১ মার্চ ২০২৫, ১১:৩৯

দেশের বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের পাঁচ দফা দাবির সঙ্গে একাত্মতা জানিয়ে সারাদেশের বিভিন্ন হাসপাতালে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা।


শনিবার সকাল থেকে এই কর্মসূচিতে নেমেছেন চিকিৎসকরা।


কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা শুক্রবারই এক বিবৃতিতে জানিয়ে দিয়েছিল পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের সংগঠন ‘ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস’।


তবে হাসপাতালের জরুরি বিভাগ, সিসিইউ ও আইসিইউ এই কর্মসূচির আওতামুক্ত রেখেছেন আন্দোলনরত চিকিৎসকরা।


শনিবার বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা অবস্থান নেবেন বলেও জানিয়েছেন ‘মুভমেন্ট ফর জাস্টিসের’ সাধারণ সম্পাদক মো. নুরুন নবী।


সারাদেশে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকের সংখ্যা প্রায় ১০ হাজার।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও