বাজার মূলধন বাড়লো ১৭৩ কোটি টাকা

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০১ মার্চ ২০২৫, ১১:৩৪

গত সপ্তাহে দেশের শেয়ারবাজারে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের মধ্যে তিন কার্যদিবসেই ঊর্ধ্বমুখিতার দেখা মিলেছে। এতে সপ্তাহজুড়ে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। ফলে বেড়েছে প্রধান মূল্যসূচক। সেই সঙ্গে বেড়েছে দৈনিক গড় লেনদেনের পরিমাণ।


কিন্তু বড় মূলধনের বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম কমায় বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত সূচকের পতন হয়েছে। সেই সঙ্গে দাম কমার তুলনায় দাম বাড়ার তালিকায় দ্বিগুণের বেশি প্রতিষ্ঠান থাকার পরও বাজার মূলধন সামান্য পরিমাণ বেড়েছে। সপ্তাহজুড়ে ডিএসইর বাজার মূলধন বেড়েছে মাত্র ১৭৩ কোটি টাকা।


গত সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৬১টির স্থান হয়েছে দাম বাড়ার তালিকায়। বিপরীতে দাম কমেছে ১০৮টির। আর ২৯টির দাম অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ লেনদেনে অংশ নেওয়া ৬৬ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে।


অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার পরও সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯৫ হাজার ৩৬৪ কোটি টাকা। যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৬ লাখ ৯৫ হাজার ১৯১ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ১৭৩ কোটি টাকা বা দশমিক শূন্য ২ শতাংশ। আগের সপ্তাহে বাজার মূলধন বাড়ে ৫ হাজার ৪৫২ কোটি টাকা।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও