
হাইস্কুল পাস করলেও তিনি পড়তে বা লিখতে পারেন না
আলেশা অরটিজের বয়স ১৯ বছর। তিনি একদিন গল্প লেখার স্বপ্ন দেখেন। এমনকি একটি বই লেখারও স্বপ্ন আছে তাঁর।
হাইস্কুল শেষ করা একজন তরুণীর এমন স্বপ্ন-ইচ্ছা থাকাটা অযৌক্তিক কিছু নয়। কিন্তু আলেশার জন্য ব্যাপারটি বেশ কঠিনই হয়ে ওঠে।
যুক্তরাষ্ট্রের কানেকটিকাটের হার্টফোর্ডের হার্টফোর্ড পাবলিক হাইস্কুল থেকে গত জুনে পড়াশোনা শেষ করে সনদ পান আলেশা। তিনি কলেজে পড়ার জন্য বৃত্তি পর্যন্ত পেয়েছেন। কিন্তু সমস্যা হলো, হাইস্কুল শেষ করা আলেশা নিরক্ষর রয়ে গেছেন। তিনি বলছেন, তিনি পড়তে বা লিখতে পারেন না।
হাইস্কুলের শেষ পর্যায়ের অনেক শিক্ষার্থী আনুষ্ঠানিক শিক্ষা সনদ (গ্র্যাজুয়েশন) পাওয়ার আগের দিনগুলোতে বেশ উদ্দীপিত থাকেন। সনদ অর্জন করতে যাওয়ার বিষয়টি নিয়ে তাঁরা গর্ববোধ করেন। কিন্তু আলেশা মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে বলেছেন, এই সময়টাতে তাঁর অনুভূতি ছিল ভিন্ন। তিনি বরং ভয়ের মধ্যে ছিলেন।
আলেশা অনার্সসহ হাইস্কুল পর্ব শেষ করেছেন। এই অনার্সের মানে হলো, তিনি শিক্ষাক্ষেত্রে (একাডেমিক) নৈপুণ্য দেখিয়েছেন।
- ট্যাগ:
- জটিল
- শিক্ষা সনদ
- নিরক্ষরতা