খারকিভের কয়েকটি এলাকায় রাশিয়ার ড্রোন হামলা, আহত ৫

প্রথম আলো ইউক্রেন প্রকাশিত: ০১ মার্চ ২০২৫, ১০:৫৬

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। খারকিভের চিকিৎসাকেন্দ্র ও বিভিন্ন লক্ষ্যবস্তুতে এ হামলা চালানো হয়েছে। স্থানীয় কর্মকর্তারা বলেছেন, এতে কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন।


আঞ্চলিক গভর্নর ওলেহ সিনেইহুবভ সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাপ টেলিগ্রামে এক বার্তায় বলেছেন, রাশিয়ার আটটি ড্রোন তিনটি বেসামরিক এলাকায় হামলা চালিয়েছে। তিন বছর ধরে চলা যুদ্ধে প্রায়ই এসব জায়গা রাশিয়ার হামলার নিয়মিত লক্ষ্যবস্তু।


সিনেইহুবভ বলেন, হামলায় পাঁচজন আহত হয়েছেন। অবশ্য মেয়র ইহোর তেরেকহভ বলেছেন, হামলায় আহতের সংখ্যা সাতজন।


সিনেইহুবভ আরও বলেছেন, হামলায় বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলাস্থল থেকে ৫০ জনের বেশি ব্যক্তিকে সরিয়ে নেওয়া হয়েছে। ঘটনাস্থলে চিকিৎসাকর্মী ও জরুরি উদ্ধারকর্মীরা কাজ করছেন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও