এখনও যেভাবে সেমি-ফাইনালে যেতে পারে আফগানিস্তান

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০১ মার্চ ২০২৫, ১০:৪৬

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় আফগানিস্তানের জন্য ভালো হলো নাকি খারাপ, বলা কঠিন। তবে ম্যাচের যা অবস্থা ছিল, তাতে খেলা না হওয়ায় আফগানদের অখুশি থাকার কথা নয়। ম্যাচটি জিততে পারলে তাদের সেমি-ফাইনাল নিশ্চিত হতো বটে। তবে হেরে গেলেই বাদ পড়তে হতো। হাশমাতউল্লাহ শাহিদির দল হারার পথেই ছিল অনেকটা।


রান তাড়ায় ১২.৫ ওভারেই ১০৯ রান তুলে ফেলেছি অস্ট্রেলিয়া। যদিও ক্রিকেটে নিশ্চিত করে কিছু বলা যায় না, তবে ২০ ওভার খেলা হলে কিংবা পুরো খেলা হলেও অস্ট্রেলিয়ানদের জয়ের সম্ভাবনাই ছিল বেশি। বৃষ্টির কারণে খেলা না হওয়ায় আফগানদের শেষ চারে ওঠার সম্ভাবনা টিকে আছে এখনও। তবে সেই সমীকরণও আসলে অনেকটাই গাণিতিক, বাস্তবে যা ভীষণ কঠিন


চার পয়েন্ট পাওয়া অস্ট্রেলিয়ার সেমি-ফাইনাল নিশ্চিত হয়েই গেছে। দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের পয়েন্ট তিন। নেট রান রেটে প্রোটিয়ারা (২.১৪০) অনেক এগিয়ে আফগানদের (-০.৯৯০) চেয়ে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও