ভারতে তুষারধসে নিখোঁজ ৪১ শ্রমিক, উদ্ধার ১৬

বিডি নিউজ ২৪ উত্তরাখণ্ড প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৩৫

ভারতে উত্তরাখণ্ডের চামোলি জেলায় তুষারধসের কবলে পড়েছেন বর্ডার রোডস অর্গানাইজেশনের (বিআরও) অন্তত ৪১ জন কর্মী। এ পর্যন্ত ১৬ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।


ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, বুধবার বদ্রীনাথ মন্দির থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে, সীমান্তবর্তী গ্রাম মানার কাছে এই তুষারধস হয়।


উত্তরাখণ্ড পুলিশের পরিচালক জেনারেল দীপম শেঠ এনডিটিভি-কে জানিয়েছেন, দুর্ঘটনার সময় বিআরও ক্যাম্পে ৫৭ জন রাস্তা নির্মাণ শ্রমিক কাজ করছিলেন। উদ্ধার করা ১৬ জনের অবস্থা গুরুতর, তাদের সেনা ক্যাম্পে পাঠানো হয়েছে।


উদ্ধার অভিযানে কাজ করছে ৬০-৬৫ জন কর্মী। তবে প্রচণ্ড ঠান্ডা, প্রবল বাতাস ও তুষারপাতের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন দীপম শেঠ।


তিনি বলেন, “গত দুই ঘণ্টা ধরে অভিযান চলছে। প্রধান চ্যালেঞ্জ হচ্ছে প্রতিকূল আবহাওয়া। রাস্তাঘাট তুষারে ঢেকে গেছে, তাই তুষার কাটার যন্ত্র মোতায়েন করা হয়েছে।”


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও