বৃষ্টিতে ঝুলে রইল আফগানিস্তানের ভাগ্য, সেমিতে অস্ট্রেলিয়া

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৩৪

গ্যালারিতে বেশিরভাগই আফগানিস্তানের সমর্থক। সেদিকউল্লাহ-ওমারজাইদের ব্যাটিংয়ের সময় গলা ফাটালেন তারা। আফগানদের বোলিংয়ের সময় সেই উপলক্ষ তারা খুব বেশি পেলেন না। বৃষ্টি শুরু হলে তাদের দেখা গেল ছুটোছুটি করতে। বৃষ্টি থামার পর অপেক্ষায় রইলেন খেলার শুরুর। কিন্তু সেটা আর হলো না। আফগানিস্তানকে হতাশ করে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি-ফাইনালে উঠল অস্ট্রেলিয়া।


লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বুধবার ২৭৪ রানের লক্ষ্য তাড়ায় অস্ট্রেলিয়া ১২.৫ ওভারে ১ উইকেটে ১০৯ রান করার পর নামে বৃষ্টি। পরে বৃষ্টি থামলেও, আউটফিল্ডের অবস্থা এতটাই বাজে হয়ে যায় যে, খেলা সম্ভব হয়নি।


পরিত্যক্ত ম্যাচ থেকে দুই দলই পেয়েছে এক পয়েন্ট করে। ৪ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের প্রথম দল হিসেবে শেষ চারে জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়া। ৩ পয়েন্ট করে নিয়ে নেট রানরেটে এগিয়ে দক্ষিণ আফ্রিকা দুইয়ে, আফগানিস্তান তিনে আছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও