শেওড়াপাড়ায় কারও পুড়েছে রোজায় আনা পণ্য, কারও মাছ, কারও হাঁস-মুরগি

প্রথম আলো শেওড়াপাড়া প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:০৫

পবিত্র রমজান মাসের জন্য দোকানে পণ্য এনেছিলেন মুদিদোকানি শাহ আলম। আগুন লাগার খবরে গভীর রাতে বাসা থেকে ছুটে এসে দেখেন, দোকানে আগুন জ্বলছে। চোখের সামনে নিমেষেই দোকানের সব পুড়ে ছাই হয়ে গেল।


আজ শুক্র ও আগামীকাল শনিবার রোজা উপলক্ষে দোকানে বিক্রি বেশি হবে, এমন আশায় চিড়া, মুড়ি, গুড়, কলা এনেছিলেন দোকানি জয়নাল আবেদিন। কিন্তু আগুনে সব পুড়ে গেছে।


শুধু দোকানি শাহ আলম ও জয়নাল আবেদিনই নন, মিরপুরের পশ্চিম শেওড়াপাড়া মেট্রোরেলের পাশে অলি মিয়ার কাঁচাবাজারে মুদি, বাটা শোরুম, বৈদ্যুতিক দোকান, ফল, সবজি মুরগি ও মাছসহ শ খানেক দোকান পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। ফায়ার সার্ভিস বলেছে, আগুনে ৬০টির বেশি দোকান পুড়ে গেছে।


মাছ বিক্রেতা ফিরোজ মিয়া জানান, তাঁর দোকানে ২ লাখ ৭০ হাজার টাকার মাছ পুড়ে গেছে। আরেক মাছ বিক্রেতা জসিম উদ্দিন জানান, তাঁর দোকানের ৫০ হাজার টাকার মাছ পুড়ে ছাই হয়ে গেছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও