বইমেলার শেষ শিশুপ্রহরে ‘প্রাণহীন’ উচ্ছ্বাস

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৩১

বইমেলায় শেষ শুক্রবারের ছুটির দিন, সকাল থেকেই অভিভাবকদের সঙ্গে আসা শিশু-কিশোরদের আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠে মেলার শিশুচত্বর। তবে এবারের মেলায় সিসিমপুর না থাকায় সমাপনী শিশুপ্রহর ছিল অনেকটা প্রাণহীন।


শেষ দিন শুক্রবার বেলা ১১টায় খোলে বইমেলার দুয়ার। দুপুর ১টা পর্যন্ত ছিল শিশুপ্রহর। মাস পেরিয়ে আসা মেলার শেষ দিনে প্রকাশনা প্রতিষ্ঠানের স্টলে বিক্রয়কর্মীদের চেহারায় ছিল ক্লান্তির স্পষ্ট ছাপ।


ধানমন্ডি থেকে বাবা-মায়ের সঙ্গে বইমেলায় এসেছিল সামিহা আনজুম। অষ্টম শ্রেণিতে পড়ুয়া সামিহা মায়ের সঙ্গে সেলফি তুলছিল। এবার মেলায় সিসিমপুর না থাকায় মন খারাপ হওয়ার কথা জানায় সে।


সামিহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলে, “প্রতিবছরই বইমেলায় আসি, কিছু বইও কিনি। তবে এবার পছন্দের অনেক লেখক নেই মেলায়। বইয়ের সংখ্যাও কম। মেলায় সিসিমপুরও নেই। কেমন জানি, প্রাণ নেই।”


প্রকাশনা সংশ্লিষ্টরা বলছেন, দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে অনেক লেখকই এবার মেলায় আসেননি।


পঙ্খীরাজের প্রকাশক দেওয়ান আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এবার সামগ্রিকভাবেই মেলা হতাশ করেছে। আশানুরূপ বিক্রি হয়নি।”


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও