You have reached your daily news limit

Please log in to continue


স্মার্টফোন ক্যামেরায় একাধিক লেন্স কেন থাকে, কাজ করে কীভাবে

আগের যুগে স্মার্টফোনগুলোয় মাত্র একটি ক্যামেরা থাকত। তবে বর্তমান যুগে এক স্মার্টফোনের ক্যামেরায় তিন বা তারও বেশি লেন্স থাকাটা একেবারে স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। এটি অনেকের কাছে মার্কেটিং কৌশল বলে মনে হলেও বাস্তবে একাধিক ক্যামেরা স্মার্টফোনে ভালো মানের ছবি তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ডিএসএলআর ক্যামেরায় বিভিন্ন ধরনের শট নেওয়ার জন্য লেন্স পরিবর্তন করার সুবিধা রয়েছে। যেমন: ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট বা ক্লোজ-আপ শট। তবে ডিএসএলআরের তুলনায় স্মার্টফোনের আকার অনেক ছোট। তাই এতে বারবার লেন্স পরিবর্তন সম্ভব নয়। এই সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে একাধিক ক্যামেরা সেন্সর যুক্ত করেন স্মার্টফোন নির্মাতারা, যেখানে প্রতিটি ক্যামেরার আলাদা আলাদা ফোকাল লেংথ ও সক্ষমতা রয়েছে। ক্যামেরা অ্যাপে আলট্রা-ওয়াইড, টেলিফটো বা ম্যাক্রো অপশন নির্বাচন করলে স্বয়ংক্রিয়ভাবে সঠিক ক্যামেরা সেন্সর নির্বাচন করে স্মার্টফোন। এর ফলে উন্নতমানের ছবি তোলা যায়।

বর্তমানে আইফোন ১৬ প্রো, গুগল পিক্সেল ৭ প্রো, স্যামসাং গ্যালাক্সি এস ২৫ বা ওয়ানপ্লাস ১৩-এর মতো জনপ্রিয় স্মার্টফোনগুলোর মধ্যে সাধারণত তিনটি ক্যামেরা থাকে। এগুলো হলো—প্রাইমারি (ওয়াইড-অ্যাঙ্গেল), আলট্রা-ওয়াইড অ্যাঙ্গেল এবং একটি টেলিফটো ক্যামেরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন